ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘ফার্নিচ‍ার’ অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
‘ফার্নিচ‍ার’ অক্ষয় অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতারদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। নিজের অভিনয় দক্ষতার গুণে বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করে তার ছবিগুলো।

কিন্তু একটা সময় ছিলো যখন কি-না তার এই অভিনয়ের জন্য ‘ফার্নিচার’ বলে ডাকা হতো তাকে। এমনটা নিজেই স্বীকার করেছেন অক্ষয়।    

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ‘খিলাড়ি’খ্যাত এই তারকার কমেডি ধাঁচের ছবি ‘হাউসফুল থ্রি’। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে ছবিটি। এ ছাড়া গত ২২ জানুয়ারি মুক্তি পেয়েছিলো তার অভিনীত ‘এয়ারলিফট’। এতে একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়।  

বিভিন্ন ধরণের চরিত্রে নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারেন? এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে ৪৮ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘শুধু চিত্রনাট্য পছন্দ হলেই আমি ছবিতে অভিনয় করি। যে কেউ এ কাজটি করতে পারে। আমি যখন বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলাম তখন সবাই আমার অভিনয় দেখে আমাকে ‘ফার্নিচার’ বলে ডাকতো। তাই এসবের পরেও যদি আমি করতে পারি তাহলে অন্য সবাইও এটি করতে পারবে। ’  

অ্যাকশন খ্যাত এই তারকা এখন ব্যস্ত ‘রুস্তম’ ছবির কাজ নিয়ে। এ ছবিটিও যদি বক্স অফিস শত কোটির ব্যবসা করতে পারে তাহলে এ বছরে বক্স অফিসে হ্যাটট্রিক করবেন অক্ষয়। এ বিষয়ে বলিউডের এই অভিনেতার ভাষ্য, ‘আশা করছি আমরা সকলে মিলে ভালো একটি ছবি নির্মাণ করছি। দর্শকদের পছন্দ হবে এটি। ’
 
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।