ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকার ছবিতে রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ঢাকার ছবিতে রাখি সাওয়ান্ত অনন্য মামুন ও রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ঢাকার ছবির আইটেম গানে নাচতে আসছেন। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির জন্য তৈরি হবে এটি।

এর মাধ্যমে প্রথমবার ঢালিউডে পাওয়া যাবে ৩৭ বছর বয়সী এই তারকাকে।  

পরিচালক অনন্য মামুন জানান, ছবিটির দৃশ্যধারণে অংশ নিতে আগামী ২৩ জুন ঢাকায় আসবেন রাখি। ‘ডিজিটাল প্রেম’ শিরোনামের গানটি গেয়েছেন মমতাজ। এর কথা লিখেছেন ও সুর করেছেন শফিক তুহিন।  

আগামী ১৫ জুন থেকে ‘আমি তোমার হতে চাই’-এর চিত্রায়ন শুরু হবে। লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবিটিতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সানজু জন, দীপালি আক্তার তানিয়া ও মিশা সওদাগর। এর কাহিনী লিখেছেন বিলিয়ান বিপ্লব, সংলাপ রচয়িতা অনন্য মামুন ও সোমেশ্বর অলি।

হিন্দি ছবির অনেক আইটেম গানে নেচেছেন রাখি সাওয়ান্ত। এ তালিকায় উল্লেখযোগ্য ‘দেখতা হ্যায় তু কেয়া’ (ক্রেজি ফোর), ‘কিসমত সে চলতি হ্যায়’ (মালামাল উইকলি), ‘বাম ভোলে বাম ভোলে’ (ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে), ‘জব দশ জায়ে বিছুয়া’ (নাইনটিন টোয়েন্টি), ‘পম পম’ (হর্ন ওকে প্লিজ)। কলকাতার বাংলা ছবি ‘ওম শান্তি’তে ‘ছোনারা দিল থামে দেখলে রাখি’।  

রাখি সাওয়ান্ত হিন্দির পাশাপাশি কান্নাড়া, মারাঠি, তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করেছেন। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী ছিলেন তিনি। টিভি অনুষ্ঠানের উপস্থাপনায়ও পাওয়া গেছে তাকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় আম পার্টির হয়ে নির্বাচন করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।