ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আর্নিকের ‘বলি আবার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আর্নিকের ‘বলি আবার’

আরফিন রুমির সঙ্গে ২০১০ সালে আর্নিকের গাওয়া ‘না বলা ভালোবাসা’ গানটি জনপ্রিয় হয়। প্রায় ১০ বছর ধরে গান করলেও এবারই প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন এই গায়িকা।

নাম ‘বলি আবার’। ঈদের পরই সিডি আকারে প্রকাশ হবে এটি।

এরই মধ্যে অ্যালবামের শিরোনাম-গানের ভিডিও প্রকাশিত হয়েছে জিপি মিউজিক ও ইউটিউবে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু, সংগীতায়োজনে মাহমুদ সানী। ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমন।

মডেল হয়েছে আর্নিক নিজেই। প্রকাশের পর থেকেই গানটির জন্য ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। তার কথায়, ‘এখন যে ধরনের গান হচ্ছে আমি চেয়েছিলাম এর বাইরে গিয়ে একটা গান করতে। সবাই গানটির জন্য অনেক প্রশংসা করছেন, ভালো লাগার কথা জানাচ্ছেন। ’

'বলি আবার' অ্যালবামে গান থাকবে মোট আটটি। এর মধ্যে মৌলিক গান ছয়টি। এগুলো হলো ‘অপূর্ণতা’, ‘জলছবি’, ‘মাতোয়ারা মন’, ‘মেঘলা দিন’, ‘বলি আবার’ এবং ‘তোমাকে দেখলেই’ (প্রতীক হাসানের সঙ্গে দ্বৈত)। দুটি গানের ক্লাব মিক্স ভার্সনও থাকছে এতে। এগুলো লিখেছেন প্রদীপ সাহা, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর ও ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজনে ফোয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, ডিজে আকস, সুমন কল্যাণ, মাহমুদ সানী ও প্রতীক হাসান।

 * ‘বলি আবার’ গানের ভিডিও দেখতে ক্লিক করুন :  

বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।