ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাওয়ার্ডের জন্য কাঁদলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
অ্যাওয়ার্ডের জন্য কাঁদলেন অক্ষয় অক্ষয় কুমার

সাফল্যের জোয়ারে ভাসছে ‘হাউসফুল থ্রি’ ছবির সদস্যরা (অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ ও লিসা হেডন)। ইতিমধ্যে ছবিটি সারাবিশ্বে ১০০ কোটি রুপি উপার্জন করে ফেলেছে।

এ ছাড়া ভারতে প্রথম সপ্তাহে এটি আয় করেছে ৮০ কোটি রুপি।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৯ জুন) একটি পার্টির আয়োজন করেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চানকি পান্ডে, বোমান ইরানি, প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা ও দুই পরিচালক সাজিদ-ফরহাদ। তবে সবচেয়ে মজার বিষয় হলো, অনুষ্ঠানে কৌতুক বলে সকলকে আনন্দে মাতিয়ে রেখেছিলেন অক্ষয়।

পার্টিতে বলিউডের এই অভিনেতাকে প্রশ্ন করা হয় যেহেতু বক্স অফিসে তার অভিনীত ছবিগুলো শত কোটির ব্যবসা করে কিন্তু তিনি এখনও পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাননি কেনো? এমন প্রশ্ন শুনে কেঁদে উঠেন অক্ষয়। এরপর রুমাল দিয়ে চোখের পানি মুছে ৪৮ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘অ্যাওয়ার্ড...কখনও অ্যাওয়ার্ড পাই না! তবে এটি নিয়ে আমার কোনো আফসোস নেই। যদিও আমি কোনো অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু আমি পেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।