ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে জয় ও মিনার  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
একসঙ্গে জয় ও মিনার   জয় শাহরিয়ার ও মিনার

দু’জনের মধ্যে বেশ মিল। সাধারণত নিজের কথা ও সুরে গান করেন তারা।

ব্যক্তিগত সম্পর্কও বেশ, বন্ধুত্বপূর্ণ। সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার ও মিনারকে এবার একটি গানে পাওয়া যাবে।

জয়ের সুর ও সংগীতে গেয়েছেন মিনার। ‘জানি কিছুই হয় না আমার/ পদে পদে শতেক ভুল’-এমন কথার গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সোমবার রাতে এটি রেকর্ড হয়েছে স্টুডিও আজব রেকর্ডসে। একটি মিশ্র অ্যালবামে থাকবে এটি। প্রকাশ করবে সিএমভি।

নতুন গান প্রসঙ্গে জয় বলেন, ‘মিনার আমার খুব পছন্দের শিল্পী-গীতিকবি। এটাই আমাদের প্রথম কাজ। এতোদিন আমরা শুধু আড্ডাই দিয়েছি,  একসঙ্গে গান করা হয়ে ওঠেনি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। ’

এদিকে মিনার বলেন, ‘শহরে জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন ভাই। সংগীত নিয়ে আমাদের আলোচনা অসীম। এতগুলো বছর কোনও গান করিনি একসঙ্গে। এবার সেটি হয়ে গেলো। ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬

এসও  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।