ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শুনুন ফিরোজা বেগমের কণ্ঠে রবীন্দ্রসংগীত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
শুনুন ফিরোজা বেগমের কণ্ঠে রবীন্দ্রসংগীত! ফিরোজা বেগম

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম একনাগাড়ে ৬৫ বছরেরও বেশি সময় ধরে সংগীত সাধনায় সক্রিয় ছিলেন। এমন নজির পৃথিবীতে বিরল।

কাজী নজরুল ইসলামের গান নিয়ে সারাবিশ্ব ঘুরেছেন তিনি। নজরুলগীতির বাইরে রবীন্দ্রসংগীত, আধুনিক, লোকগান, ইসলামী গানেও ছিলেন সমান পারদর্শী। পরিণত বয়সেও রবীন্দ্রসংগীত গেয়েছিলেন তিনি।  

ফিরোজা বেগমের কণ্ঠে রবীন্দ্রসংগীত রেকর্ড করা হয়েছিলো শান্তিদেব ঘোষের অনুমতি নিয়ে। তখনকার দিনে রেকর্ড করে ছাড়পত্রের জন্য শান্তিনিকেতনে গান পাঠাতে হতো। পরে শান্তিনিকেতনের উত্তরায়ণে দু’বার সংবর্ধনা দেওয়া হয় তাকে। তার গলায় রবীন্দ্রসংগীত শুনে তাকে গান শেখানোর জন্য পঙ্কজ মল্লিকের মতো গুণী শিল্পী কলকাতায় তাদের বাড়িতে চলে এসেছিলেন।

২০১৪ সালের ৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত অসুস্থতায় চিরবিদায় নেন ফিরোজা বেগম। তার জীবনখাতার প্রতিটি পাতাই যেন একেকটি ক্যানভাস। সেখানে রঙের বৈচিত্র আর এতোই ঔজ্জ্বল্য যে চোখ ধাঁধিয়ে যায়! তার জীবন যেন ছিলো সত্যিকার অর্থেই গানের আসরে মধুর কোনো রাগ।

আগামীকাল (২৮ জুলাই) ফিরোজা বেগমের ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নজরুলসংগীতের শিল্পী হিসেবে সমাদৃত ফিরোজা বেগমের কণ্ঠে চলুন শুনি পাঁচটি রবীন্দ্রসংগীত।  

* ‘আমার হিয়ার মাঝে’:

* ‘দাঁড়িয়ে আছো’: 

* ‘কেন চোখের জলে’:   

* ‘আজি ঝর ঝর মুখর’: 

* ‘পথের শেষ কোথায়’: 

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসও/জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।