ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ব্রেকআপের পর আবার সম্পর্ক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ব্রেকআপের পর আবার সম্পর্ক! ‘ব্রেকআপ থিওরি’ নাটকে তিশা ও নিশো

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। ওদের দিন ভালো কাটছিলো না।

সম্পর্কটাকে গুরুত্ব দেয় না আফরান নিশো। সারাক্ষণ গেমস, সিনেমা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। এক সময় তিশার সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়।  তবে একটা শর্ত আছে।  

শর্তটা হচ্ছে, ওরা কেউই দু’জনেরই পরিচিত এমন বন্ধুর সঙ্গে প্রেম করতে পারবে না।  প্রকৃতপক্ষে দুজনেরই বন্ধু সার্কেল এক। কিন্তু দু’জনেরই নতুন সম্পর্কও আর টেকে না।  এবার দুজনেই যার যার মতো বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু কোনো না কোনো কারণে ঝামেলা লেগে যায়। এ অবস্থায় ওরা আবার পুরনো সম্পর্কে ফিরে যায়। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ব্রেকআপ থিওরি’।  

নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো অভিনীত নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রিয়াদ বিন মাহবুব। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।