ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখকে দেখেই সংলাপ ভুলে গিয়েছিলেন মাহিরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
শাহরুখকে দেখেই সংলাপ ভুলে গিয়েছিলেন মাহিরা! শাহরুখ খান ও মাহিরা খান

‘রায়ীস’ ছবির মাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউডে অভিষেক হচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাত ধরে। ৫০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে কাজ করা ছিলো তার স্বপ্ন।

সেটা সত্যি হয়েছে। ছবিটি মুক্তির প্রাক্কালে তিনি নার্ভাস।

ভোগ বিউটি অ্যাওয়ার্ডসে অংশ নিতে গিয়ে বার্তা সংস্থা আইএএনএসকে মাহিরা বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করে আমার স্বপ্ন সত্যি হয়েছে। ‘রায়ীস’ নিয়ে আমি যতোটা না উচ্ছ্বসিত, তার চেয়ে বেশি নার্ভাস। মনে হচ্ছে আমার অভিনয় দক্ষতা দেখানোর চাপে আছি। ’

শাহরুখের সঙ্গে মনে রাখার মুহূর্ত জানতে চাইলে মাহিরা বলেন, ‘ভেবেছিলাম প্রথম দৃশ্যটা অনায়াসে করতে পারবো। কিন্তু তিনি আমার সামনে আসতেই সংলাপ ভুলে গিয়েছিলাম! এই ঘটনা সবসময় মনে থাকবে। ’

চাপ অনুভব করলেও মাহিরা মনে করেন তিনি ভালো কাজই দেখিয়েছেন। তার কথায়, ‘শিল্পী হিসেবে আমি ও পাকিস্তানের অন্যান্য শিল্পীরা নিজের দেশকে প্রতিনিধিত্ব করি। আশা করি, ভালো কাজ দেখিয়েছি। কারণ আমি মনে করি, সেই দেশই উন্নত হয় যেখানে শিল্পীদের সম্মান দেওয়া হয়। ’

শোয়েব মনসুরের ‘বোল’ ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মাহিরার। হাম টিভির ব্লকবাস্টার সিরিয়াল ‘হামসাফার’ তাকে খ্যাতি এনে দেয়। এতে তাকে দেখা গেছে ফাওয়াদ খানের সঙ্গে। তাদের আবার জুটি বাঁধার সম্ভাবনা আছে কি-না প্রসঙ্গে মাহিরা বলেন, ‘জানি আমাদের রসায়ন দর্শকদের ভালো লেগেছে। কিন্তু আমরা এখন উভয়ে ব্যস্ত। মনে হয় না সহসা আবার একসঙ্গে কাজ করবো। ’

রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রায়ীস’ মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এতে আরও আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।