ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মানুষের সামনে খেতে লজ্জা পান শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
মানুষের সামনে খেতে লজ্জা পান শাহরুখ! শাহরুখ খান

সামনে অনেক মানুষ থাকলে খেতে গেলে লজ্জা পান বলিউড সুপারস্টার শাহরুখ খান। ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমি লাজুক মানুষ।

অনেক লোকের সামনে খেতে ভালো লাগে না আমার। ’ 

যোগ করে বলিউড বাদশা বলেন, ‘পার্টিতে গেলেও ঘরে রান্না করা খাবার খাই আমি। কোনো বন্ধুর বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ পেলে নিজের জন্য সব ধরনের খাবার নিয়ে যাই। সেগুলোই আমাকে পরিবেশন করা হয়। ’ 

নিজেকে সবসময় ফিট ও স্বাস্থ্যবান রাখতে চান শাহরুখ। পাশাপাশি নিজের জন্য পুষ্টিকর ডায়েট নিশ্চিত করেন তিনি। একটি লাইভ ভিডিও স্ট্রিমিং ও ব্রডকাস্টিং মাধ্যমের জন্য মতবিনিময়কালে ‘দিলওয়ালে’ তারকা বলেন, ‘গ্রিল্ড চিকেন, কচি লতাপাতা, ব্রকোলি ও মসূর ডাল হলো আমার দৈনন্দিন ডায়েট। ’

শাহরুখের মতে, মানুষের চালচলনই সঠিক হজমে সাহায্য এবং খাবারের খরচ কমাতে পারে। ভক্তদেরকে ফিট থাকার জন্য প্রতিদিন এক ঘণ্টা যে কোনো খেলায় ঘাম ঝরানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ। তিনি আরও বলেন, ‘খাওয়া-দাওয়ায় সংযম করুন। খেতে হলে বসে খান। ’ 

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।