ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘দাবাং থ্রি’ এবং গানে সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
‘দাবাং থ্রি’ এবং গানে সোনাক্ষী সোনাক্ষী সিনহা

বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি ‘দাবাং’ ভক্তদের জন্য সুখবর। বিশেষ করে যারা সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে আবার রূপালি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এবার তাদেরকে দেখা যাবে ‘দাবাং থ্রি’ ছবিতে।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে বিশেষ আলাপে খবরটি নিশ্চিত করেছেন ‘দাবাং থ্রি’র প্রযোজক-পরিচালক আরবাজ খান। তবে আরেকজন নায়িকা নেওয়ার আভাসও দিয়ে রেখেছেন তিনি। তার ভাষ্য, “সোনাক্ষী ‘দাবাং থ্রি’তে থাকছে। কোন চরিত্রে সে অভিনয় করবে তা চিত্রনাট্য তৈরি হলে বোঝা যাবে। তবে ছবিটিতে আরেকজন নায়িকার থাকার সম্ভাবনা রয়েছে। ”

শোনা যাচ্ছিলো, সিরিজের আগের দুটি ছবিতে (দাবাং, দাবাং টু) সালমানের সঙ্গে সোনাক্ষীকে দেখা গেলেও এবার নেওয়া হবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। কিন্তু সেটা ধোপে টিকলো না। নতুন ছবির দৃশ্যধারণ শুরু হবে আগামী বছরের মাঝামাঝি।

সালমান এখন টেলিভিশন শো ‘বিগ বস’-এর দশম আসরের কাজ আর কবির খানের যুদ্ধনির্ভর ছবি ‘টিউবলাইট’ নিয়ে ব্যস্ত।

অন্যদিকে সোনাক্ষীর হাতে আছে ‘আকিরা’ ও ‘ফোর্স টু’ ছবি দুটি। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী ‘আকিরা’র একটি গানে কণ্ঠ দিয়েছেন। এর শিরোনাম ‘হ্যায় রানজিশেন’। তিনি বলেন, ‘এটি একটি মেয়েকে ঘিরে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সুরকার শেখর রবজিয়ানি গানটির জন্য আমাকে অনেক সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আধঘণ্টার মতো মাইক্রোফোনের পেছনে ছিলাম। এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। ’

গানটি গাওয়ার আগে কোনো অনুশীলন করেননি জানিয়ে সোনাক্ষী আরও বলেন, ‘আমি স্টুডিওতে গিয়েছি এবং আধ ঘণ্টার মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাইতে আমার বরাবরই ভালো লাগে। ’

সোনাক্ষীর গানটি ‘আকিরা’র প্রচারণামূলক ভিডিওর অংশ হিসেবে ব্যবহার হবে। তার মতে, ‘প্রচারণার সময় তরুণদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এই গান কাজে আসবে আমার। ’

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।