ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

চিত্রনায়িকা মারজানের হঠাৎ বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
চিত্রনায়িকা মারজানের হঠাৎ বিয়ে নবদম্পতি জোবায়ের আলম ও মারজান জেনিফা

হঠাৎ করেই বিয়ে করেছেন চিত্রনায়িকা মারজান জেনিফা। এক সাংবাদিকের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

তার বর জোবায়ের আলম ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক।  

সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) মারজান-জোবায়েরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের মধ্য দিয়ে এই সম্পর্কের সফল পরিণতি হলো।

‘মুসাফির’ ছবির সুবাদে মারজান আলোচিত। এটি সাফল্য পেলেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। এর মধ্যে তিনি দিলেন বিয়ের খবর। মজার ব্যাপার হচ্ছে, ছবিটির প্রযোজকও জোবায়ের আলম।  

ফেসবুকে বিয়ের কিছু ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন মারজান। ভক্ত ও বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় নতুন জীবন শুরু হলো তার। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেবেন না তো মারজান?

যদিও কিছুদিন আগে হাসপাতালের বিছানায় তোলা স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে মারজান জানান, ‘মুসাফির টু’ ছবির প্রস্তুতি হিসেবে ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।