ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তের সঙ্গে ঝুমুরের বাগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
ভক্তের সঙ্গে ঝুমুরের বাগদান সৈয়দ আসিফ হোসেন ও নাফিসা কামাল ঝুমুর

অন্য তারকাদের মতো মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা নাফিসা কামাল ঝুমুরের কাছেও প্রায় প্রতিদিন ভক্তদের মেসেজ আসে ফ্যানপেজে। একদিন সৈয়দ আসিফ হোসেন নামের এক ভক্তের মেসেজ দেখে খুব ভালো লাগলো তার।

শুরু হলো তাদের মধ্যে কথাবার্তা। ধীরে ধীরে সখ্য গড়ে ওঠে। তারপর তা গড়ায় প্রেমে। এবার হয়ে গেলো বাগদান।  

সৈয়দ আসিফ হোসেন পেশায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। তার সঙ্গে শুক্রবার (২৯ জুলাই) রাতে ঢাকার উত্তরার পার্টি সেন্টারে ঝুমুরের বাগদান হয়েছে। রোজ গোল্ড ও হীরাখচিত আংটিবদল করেছেন তারা। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের স্বজন ও বন্ধুরা ছিলেন।  

বাগদানের সময় গোলাপি গাউন পরেন ঝুমুর। তিনি ফেসবুকে রসিকতার সুরে লিখেছেন, ‘দিনটি সত্যিই আমার ছিলো। চিন্তা কোরো না তোমরা, আমি এখনও অবিবাহিত!’ 

বাংলানিউজের সঙ্গে শনিবার (৩০ জুলাই) সকালে আলাপে ঝুমুর বলেন, ‘প্রথমে আসিফ শুধু আমার ভক্ত ছিলো। এক বছর বোঝাপড়ার পর বেশ ভেবেচিন্তে বাগদানের সিদ্ধান্ত নিয়েছি। ভক্ত যদি জীবনসঙ্গী হয় ক্ষতি কি! আমরা বিয়ে করবো এ বছরের শেষ দিকে। ’

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।