ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পর্তুগাল উৎসবের পুরস্কার এলো জালালের হাতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
পর্তুগাল উৎসবের পুরস্কার এলো জালালের হাতে

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পেয়েছে ‘জালালের গল্প’ ছবিটি। সেই ধারাবাহিকতায় গত বছর পর্তুগালে অনুষ্ঠিত ‘আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৫’-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘জালালের গল্প’।

একই সঙ্গে শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম। এবারের আসরে সেই পুরস্কার নিয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক।

ছবিটির পরিচালক আবু শাহেদ ইমন জানান, উৎসবের ২০তম আসরের উদ্বোধনী দিন ২৭ জুলাই পর্তুগালের আভাঙ্কায় পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মোশাররফ করিমের পক্ষে পুরস্কার নিয়েছেন আবু শহেদ ইমন।  

‘জালালের গল্প’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, আরাফাত রহমান, মহম্মদ ইমন প্রমুখ। ছবিটি ৩০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।