ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘মুন্নাভাই’ ফিরবে ২০১৮ সালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
‘মুন্নাভাই’ ফিরবে ২০১৮ সালে আরশাদ ওয়ারসি ও সঞ্জয় দত্ত

বলিউডের সফল ফ্রাঞ্চাইজি ‘মুন্নাভাই’-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২০১৮ সালে। নিজের ৫৭তম জন্মদিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানান অভিনেতা সঞ্জয় দত্ত।

তার ভাষ্য, ‘‘আগামী নভেম্বর থেকে (বিধু) বিনোদ চোপড়া সাহেবের সঙ্গে কাজ শুরু করবো। এ ছবির নাম ‘মার্কো’। এরপর মহেশ মাঞ্জরেকারের একটি ছবিতে অভিনয় করবো। এটি হলো ‘দে ধাক্কা’র সিক্যুয়েল। ’’

‘দে ধাক্কা’ প্রসঙ্গে সঞ্জু বলেন, ‘এটি পারিবারিক ঘরানার ছবি। এতে দেখা যাবে ভেঙে যাওয়া একটি পরিবারে পুনর্মিলন হয়। তিনি (মহেশ) ভালোভাবেই সাজিয়েছেন চিত্রনাট্য। দেখা যাক কি হয়। ’ 

এ সময় সঞ্জয়কে ‘মুন্নাভাই থ্রি’ নিয়ে প্রশ্ন করা হলে তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘২০১৮। ’ কিন্তু ভক্তদের উত্তেজনা থাকার পরও কী কারণে এতো দেরি হচ্ছে সেই প্রসঙ্গে বলিউডের এই অভিনেতার কাছে জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, ‘রাজু হিরনি ও বিনোদ স্যারকে এই প্রশ্ন করুন। কারণ আমি নিজেও মুন্নাভাইয়ের জন্য অপেক্ষা করছি। ’

২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্নাভাই’ সিরিজের প্রথম ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’। এতে সঞ্জয়ের বিপরীতে ছিলেন গ্রেসি সিং। এর তিন বছর পর এসেছিলো দ্বিতীয় কিস্তি ‘লাগে রহো মুন্নাভাই’। এর নায়িকা হন বিদ্যা বালান।

সম্প্রতি মুন্নাভাইয়ের সহযোগী সার্কিট চরিত্রের অভিনেতা আরশাদ ওয়ারসি জানান, সঞ্জয় দত্তের জীবন নিয়ে রাজু হিরানি ছবি বানাচ্ছেন বলেই তৃতীয় পর্ব তৈরি হতে সময় লাগছে। এতে অভিনয় করবেন রণবীর কাপুর। গত মাসে এর কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘প্রথমত ছবিটিতে আমি অভিনয় করছি না। মনে হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে কাজটা। ’

নিজের জীবন নিয়ে নির্মাণাধীন ছবিতে বিশেষ উপস্থিতিও কী থাকবে না ‘খলনায়ক’ তারকা সঞ্জয়ের? তার উত্তর, ‘আমি কিছু জানি না। রাজু  স্যারকে জিজ্ঞাসা করবো। ’ যোগ করে তিনি বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করতে নেমে পড়েছি। মার্শাল আর্টস শিখছি। দিনে চার ঘণ্টা জিমে কাটাচ্ছি। মদ ছেড়ে দিয়েছি। কঠোর ডায়েট মেনে চলতে হচ্ছে। গ্রিল্ড ফিশ, গ্রিল্ড চিকেন আর হাসপাতালে যা খেতে দেওয়া হয় তা খাচ্ছি। ’

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের কারাভোগ শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পান সঞ্জয়।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।