ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ম্যাট ডেমনের বছরব্যাপী বিরতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ম্যাট ডেমনের বছরব্যাপী বিরতি ম্যাট ডেমন

চলচ্চিত্র থেকে এক বছরের বিরতি নিচ্ছেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন। পরিবারের সঙ্গে সময় কাটাতেই তার এই সিদ্ধান্ত।

বারোমাস ঘরে স্ত্রী-সন্তানদের পাশে থাকতে চান ‘জেসন বোর্ন’ তারকা।  

বিশ্বের যে দেশেই শুটিং থাকুক না কেনো, পরিবারকে সঙ্গেই রাখেন ডেমন। স্ত্রী লুসিয়ানা ব্যারোসো ও তাদের কন্যাদের সম্পর্কে তিনি বলেন, ‘ওরা সত্যিই বন্ধুভাবাপন্ন। আর তারা ভ্রমণপ্রিয় মানুষ। ’

তবুও ঘরে থাকার অনুভূতি ঠিকই মিস করছেন ডেমন। তাই সম্প্রতি ‘দ্য টুডে শো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘এ বছরের কাজগুলো শেষ করার জন্য মুখিয়ে আছি। এরপর এক বছরের বিরতিতে যাবো। ’ যোগ করে তিনি আরও জানান, একটানা চারটি চরিত্রে অভিনয় করেছেন। আরও একটির কাজ আছে হাতে।

গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে ম্যাট ডেমন অভিনীত ‘জেসন বোর্ন’। এর চিত্রায়ন চলাকালে সেটে গিয়েছিলেন বিজ্ঞাপনী স্টিফেন হকিং। ডেমন বলেন, ‘আমরা স্পেনের ক্যানারি দ্বীপের টেনেরিফে শুটিং করছিলাম। সেখানে হকিংকে সম্মাননা জানানোর অনুষ্ঠান ছিলো। আমাদের কাজ দেখতে তার আসার ঘটনাটা অসাধারণ লেগেছে। আমরা কিছুক্ষণ সব কাজ বন্ধ রেখে তাকে ঘিরে ধরেছিলাম। সবাই তার সঙ্গে কুশল বিনিময় করতে উদগ্রীব হয়ে ওঠে। ’

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।