ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১ কোটির ঘরে ইমরানের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
১ কোটির ঘরে ইমরানের মিউজিক ভিডিও ইমরান মাহমুদুল-ছবি : রিয়াজ আহমেদ

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’র ভিডিও ইউটিউবে দেখা হলো ১ কোটি বার। রোববার (৩১ জুলাই) বাংলানিউজকে এ খবর দেন তিনি।

ইমরানের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত বছরের ৫ এপ্রিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ৬৪২ বার। এতে তার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান।

ইউটিউবে নিজের ভিডিও ১ কোটির ঘর পেরোনোয় আনন্দিত ইমরান। বাংলানিউজকে তিনি বললেন, ‘এটা বাংলাদেশি গানের ক্ষেত্রের একটি রেকর্ড। ইতিহাসও। এবারই প্রথম আমাদের দেশের কোনো গান এই মাইলফলক স্পর্শ করলো। এ ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। পরে হয়তো অনেকের গান এই মাইলফলক ছুঁতে পারবে। তবে শুরুটা করতে পারলাম আমি, এটা অন্যরকম ভালোলাগার ব্যাপার। সব মিলিয়ে এটা একটা খুব খুশির খবর। টালিউডেও এমন নজির নেই। ’

‘বলতে বলতে চলতে চলতে’ গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার তৃতীয় একক অ্যালবামে এই গানটি রয়েছে। ‘বলতে বলতে চলতে চলতে’ নামেই গত বছর সংগীতা থেকে প্রকাশিত হয় এটি।
 
* ‘বলতে বলতে চলতে চলতে’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৩০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।