ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ায় পাহাড়-সাগরে চৈতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মালয়েশিয়ায় পাহাড়-সাগরে চৈতি

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী চৈতি এখন মালয়েশিয়ায়। গত ১৮ জুলাই থেকে তিনি সেখানে।

সেদেশে তার এতোদিন অবস্থানের কারণ দুটি একক নাটক ও দুটি টেলিছবি। সবটাতেই দেখা যাবে তাকে।

ফেসবুকে আলাপচারিতায় চৈতি বাংলানিউজকে জানান, নাটক দুটি হলো ‘সমুদ্র সীমানা’ ও ‘দূর সুদূরে’ এবং টেলিছবিগুলোর নাম ‘বোমবাস্টিং’ ও ‘ইশতিখাল’।

চৈতি বলেন, ‘একসঙ্গে এতো কাজ নিয়ে মালয়েশিয়ায় আগে আসা হয়নি আমার। সাগর, পাহাড়সহ দর্শনীয় স্থানগুলোতে কাজ করছি আমরা। কাজের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোও হয়ে যাচ্ছে বলতে পারেন। ’

এসব নাটক ও টেলিছবিতে চৈতির সহশিল্পীরা হলেন আরমান পারভেজ মুরাদ, হাসান মাসুদ, সাজ্জাদ রেজা, সাব্বির আহমেদ, রুখসানা আলি হীরা, সুমা আফরোজ, আল মামুন।

নাটক দুটি ও টেলিছবিগুলো কোরবানি ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। এসবের কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন চৈতি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।