ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দুবাইয়ে ঐশ্বরিয়া-অভিষেকের বাড়ির অন্দরমহল (ফটো ফিচার)

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
দুবাইয়ে ঐশ্বরিয়া-অভিষেকের বাড়ির অন্দরমহল (ফটো ফিচার)

বলিউড তারকারা বিলাসবহুল বাড়ি তৈরির জন্য সবার আগে বেছে নেন দুবাইকে। সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান দুবাইকে তাদের ‘সেকেন্ড হোম’ বলে থাকেন।

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন দুবাইয়ে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। ২০০৭ সালে বিয়ে করেন তারা। চলুন এই তারকা দম্পতির বাড়ির অন্দরমহলে ঘুরে আসি!

* শেষ বিকেলে বাড়িটি দেখায় যেন ছবির মতো!

* ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির দুবাইয়ের প্রাসাদে ঢুকতে প্রথমে চোখে পড়বে পাম গাছের সারি, মার্বেল পাথর দিয়ে সাজানো পুল।

* বাড়িটির সামনে দাঁড়ালে চোখে পড়ে শুধু সোনালি আবহ।

* বাড়িটি তৈরি হয়েছে প্রজেক্ট ডেভেলপার শেখ হোল্ডিংসের তত্ত্বাবধানে।

* বাড়িটির আয়তন ৫ হাজার ৬০০ থেকে ১০ হাজার ৭০০ স্কয়ার ফুট।

* ঐশ্বরিয়া-অভিষেক এমন একটি বাড়ির স্বপ্নই দেখেছেন।

* নতুন বাড়ির জন্য ২০১৩ সালে দুবাইয়ে গিয়ে ইন্টেরিয়র নির্বাচন করেন অ্যাশ।

* হালকা আলোর দূতি ছড়ানো ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের শোবার ঘর।

* বসার ঘরটিও নয়নাভিরাম।

* এ বাড়িতে আছে ইতালির স্কভোলিনি ডিজাইনের রান্নাঘর, নল্ট ব্র্যান্ডের ওয়্যারড্রব, উন্নত প্রযুক্তিসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা ও প্রহরী সেবা। ফলে এটাকে মনে হয় নিরাপদ ও আধুনিক বাড়ি।

* ঘরের ভেতর হোম থিয়েটারে পছন্দের ছবিগুলো দেখবেন অ্যাশ-অভিষেক।

* ছিমছাম বাথরুম।

* ভূমধ্যসাগরীয় অঞ্চল থিমে সাজানো প্রাসাদটিতে আরও আছে রিসোর্ট-স্টাইলের সুইমিং পুল, ল্যান্ডস্কেপ বাগান ও মজলিশে বাইরে বসার জায়গা।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।