ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডে সবাই এখন এই নায়িকাকে চায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
হলিউডে সবাই এখন এই নায়িকাকে চায়! অ্যালিসিয়া ভিক্যান্ডার

মার্কিন অভিনেতা ম্যাট ডেমনের মন্তব্য, গত ২৯ জুলাই মুক্তি পাওয়া পল গ্রিনগ্রাস পরিচালিত ‘জেসন বোর্ন’ ছবিতে তার সহশিল্পী অ্যালিসিয়া ভিক্যান্ডার এখন হলিউডে ফেভারিট। প্রত্যেকেই তাদের ছবিতে সুইডিশ এই অভিনেত্রীকে নিতে চান।

অস্কারজয়ী অ্যালিসিয়াকে ‘জেসন বোর্ন’-এ পেয়ে ডেমন ও নির্মাতারা নিজেদের ভাগ্যবান মনে করছেন! ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। খবর পিপল ম্যাগাজিনের।  

‘দ্য মার্শিয়ান’ তারকা ডেমন বলেছেন, ‘আমাদের ভাগ্য ভালো ওকে পেয়েছি! হলিউডে এখন প্রত্যেকেই তাদের ছবিতে নিতে চান অ্যালিসিয়াকে। ’ ৪৫ বছর বয়সী এই অভিনেতা মনে করেন, ভিক্যান্ডারের প্রতিভার কমতি নেই। আগামীতে একের পর এক বৈচিত্রময় চরিত্র বাছাই করে দর্শককে বেশ চমকে দেবেন তিনি।  

ম্যাট ডেমন আরও বলেন, ‘নতুন প্রজন্মের এই অভিনেত্রীদের কথা ভাবি আমি, যারা যে কোনো দৃশ্য জ্বলে উঠতে পারে অনায়াসে। তাদের মধ্যে অ্যালিসিয়ার অফুরান প্রতিভা দেখে হতবাক হয়েছি। সাম্প্রতিক সময়ের ছয়-সাতজন এমন অভিনয়শিল্পী আছেন যারা সবাই ভিন্নরকম, তারা বৈচিত্রময় কাজই করছে। সুতরাং তাদের এগিয়ে চলাই স্বাভাবিক। অ্যালিসিয়া এরপর কী করে তা দেখতে মুখিয়ে আছি। ’

ভিক্যান্ডার সম্পর্কে ভক্তরা জানতে পারে এমন কোনো অজানা তথ্য দিতে পারেন কি-না জানতে চাইলে সাংবাদিকদেরকে ডেমন হেসে বলেন, ‘মানুষ জানে না এমন কিছু যদি আমি জানতে পারি, তাহলে তা আমার মুখ থেকে বেরোবে না। ’ 

এ বছর অস্কারে ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিতে পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়া এক শিল্পীর স্ত্রীর ভূমিকায় দারুণ অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন অ্যালিসিয়া ভিক্যান্ডার। ‘জেসন বোর্ন’ ছবিতে এজেন্ট হিদার লি চরিত্রে দেখা যাচ্ছে তাকে।  

অ্যালিসিয়া ভিক্যান্ডার সামনে অভিনয় করবেন লারা ক্রফটের ভূমিকায়। অ্যাঞ্জেলিনা জোলির পর এ চরিত্রে নতুন কোনো অভিনেত্রীকে দেখবে দর্শক। ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।