ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনে মডেল ববি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বিজ্ঞাপনে মডেল ববি মডেলের সাজে ববি

নতুন বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়িকা ববি। এতে তাকে একজন জনপ্রিয় মডেল হিসেবেই দেখা যাবে।

শাড়ি আর গহনায় জমকালো সাজে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।  

ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ২ নম্বর ফ্লোরে এর দৃশ্যায়ন হয়েছে গত ৩০ জুলাই। শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।  

একটি টেক্সটাইলের বিজ্ঞাপন এটি। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি বাংলানিউজকে জানান, জিঙ্গেল নির্ভর কাজ এটি। অদিতের সুর-সংগীতে গানটি গেয়েছেন দোলা। এর কথা লিখেছেন রাহুল। নৃত্য পরিচালনায় খালেদ।  

এদিকে চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ববির নতুন ছবি ‘ওয়ান ওয়ে’। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পী।  

একই পরিচালকের ‘বিজলী’ ছবিটিও আছে ববির হাতে। তিনি নিজেই এটি প্রযোজনা করছেন। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।