ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রেমিকা’র জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিয়াজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
‘প্রেমিকা’র জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিয়াজ ‘প্রেমিকা’র দৃশ্যে রিয়াজ ও পিয়া বিপাশা

মাকে হাসপাতালে রেখেই ‘প্রেমিকা’র কাছে যেতে হলো চিত্রনায়ক রিয়াজকে। এর মধ্য দিয়ে পেশাদারিত্বের নজির দেখালেন তিনি।

আগেই সময় বরাদ্দ দেওয়ায় মাকে হাসপাতালে রেখেও ‘প্রেমিকা’ নামের একটি নাটকের শুটিং করলেন তিনি।  

গত ৩০ জুলাই এ ঘটনা ঘটে। ওইদিন মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন রিয়াজ। ওদিকে তার অপেক্ষায় গোটা ইউনিট। কেউ যেন বিপাকে না পড়ে তাই মুখে হাসি রেখেই হাজির হলেন স্পটে।  

নাটকটি পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রায়ই শিল্পীদের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ শুনি। এই প্রেক্ষিতে রিয়াজ ভাই দৃষ্টান্ত স্থাপন করলেন। চাইলে তিনি সেদিন কাজ না-ও করতে পারতেন। আমরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু রিয়াজ ভাই আমাদের আশ্বস্ত করেন, হাসপাতালে থাকলেও তার মা সুস্থ হয়েছেন বলেই তিনি এসেছেন। ’

‘প্রেমিকা’য় আবরার চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। লোকটা সংগ্রাম করে প্রতিষ্ঠা পেয়েছেন। এখন তিনি অনেক টাকা-পয়সার মালিক। কিন্তু বয়স অনেক হয়ে গেলেও বিয়ে-শাদী করে সংসারটাই কেবল গোছানো হয়নি। ইদানীং তার বেশ শখ হয় সংসার করতে, বউকে পাশে বসিয়ে লংড্রাইভে যেতে।

আবরার ভাবে এই বয়সে এসে আর প্রেম হবে না, অচেনা মেয়েকে সরাসরিই বিয়ে করতে হবে। কিন্তু হঠাৎ এক মেয়ের সঙ্গে তার নাটকীয় পরিচয়, তারপর সখ্য গড়ে ওঠে। প্রেমও হয়। বিয়ের পরিকল্পনা করে তারা।  

কিন্তু আবরারের প্রেমিকা একদিন তাকে কৌশলে ডেকে নিয়ে আটক করে। মেয়েটি আসলে ঢাকা শহরের প্রেমিকা চক্রের সদস্য। মানুষকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করে সে। আবরার অনেক টাকা দিয়ে ছাড়া পান। কিন্তু ফুঁসতে থাকেন। প্রতিশোধের নেশায় মেতে ওঠেন তিনি। এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন পিয়া বিপাশা।  

কমেডি, রোম্যান্স, থ্রিলার ধাঁচের নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন। ঢাকার উত্তরায় গত ৩০ ও ৩১ জুলাই এর চিত্রায়ন হয়েছে। আসন্ন ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচার হবে ‘প্রেমিকা’।  

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।