ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নিজের শেষকৃত্যের পরিকল্পনা করলেন জাস্টিন বিবার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
নিজের শেষকৃত্যের পরিকল্পনা করলেন জাস্টিন বিবার! জাস্টিন বিবার

গ্র্যামী অ্যাওয়ার্ড জয়ী গায়ক জাস্টিন বিবার এ বছর বেশ কয়েকজন তারকার ম‍ৃত্যুতে বাকরুদ্ধ। তাই চিন্তিত হয়ে নিজের শেষকৃত্যের বড়সড় পরিকল্পনা করছেন তিনি।

ডেভিড বোওয়ি ও প্রিন্সের মতো সংগীতশিল্পীদের প্রয়াণে নিজের বেঁচে থাকা নিয়ে উদ্বিগ্ন বিবার। এ কারণে নিজের ১৮ কোটি পাউন্ড (২৩ কোটি ৮০ লাখ ডলার) সংরক্ষণ করতে ২২ বছর বয়সী এই তারকা তার সমস্ত উইল একত্র করে রেখেছেন। এ ছাড়া নিজের স্মৃতিচারণ অনুষ্ঠানের পরিকল্পনাও সাজিয়েছেন ‘সরি’ গানের গায়ক।

জানা গেছে, জাস্টিন তার সমাধির ওপর সৌর বিদ্যুতচালিত একটি ভিডিও স্ক্রিন স্থাপন করতে চান। নিজের শেষকৃত্যের পরিকল্পনার মধ্যে ত্রিমাত্রিক হলোগ্রাম পরিবেশনার মতো অমর হয়ে থাকার দিকটিও রেখেছেন তিনি।

এদিকে বিবারের পরিকল্পনা তার পরিবার ও প্রাক্তন ম্যানেজার প্যাটি ম্যালেটকে নাড়া দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, জাস্টিনের বড়সড় শেষকৃত্য ও সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য খেয়ালখুশি মতো পরিকল্পনার কথা শুনে প্রথমে হেসেছেন প্যাটি। তবে এখন বোঝা যাচ্ছে, শেষকৃত্য থেকে শুরু করে উইলসহ সবকিছু নিয়ে মার্কিন এই পপতারকা সিরিয়াস।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।