ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ন্সের নিজের টিভি চ্যানেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বিয়ন্সের নিজের টিভি চ্যানেল বিয়ন্সে নোলস

নিজের সাম্রাজ্য বিস্তার করতে যাচ্ছেন গায়িকা বিয়ন্সে নোলস। গানের পাশাপাশি ফ্যাশন ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এই তারকা এবার টেলিভিশন নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা সাজিয়েছেন।

জানা গেছে, বিয়ন্সে তার বিনোদনমূলক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পার্কউডের পরিধি বাড়াতে চান। তাই আগামী দশ বছরের মধ্যে নেটওয়ার্কটি চালু করার পরিকল্পনা আছে তার। যেখানে থাকবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো অনুষ্ঠান যেমন- আফ্রিকান ও আমেরিকান ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র।

বিয়ন্সের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, মার্কিন উপস্থাপিকা অপরাহ্ন উইনফ্রের মতোই একটি টিভি নেটওয়ার্ক গড়তে চান তিনি। তার বিনোদনমূলক প্রতিষ্ঠান পার্কউড ভালো চলছে। ঘনিষ্ঠ সৃজনশীল বন্ধুদের ভাবনাগুলো বাস্তবায়নের স্বাধীনতা পেতে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জেগেছে ৩৪ বছর বয়সী এই তারকার মনে। এই পরিকল্পনা আগামী এক দশকের মধ্যে বাস্তবায়ন হবে।

এদিকে আগামী ২৮ আগস্ট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিয়ন্সে। এই আসরে সর্বাধিক ১১টি বিভাগে মনোনয়নও পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।