ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বেশ কয়েকটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রাজশ্রী ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রজত বরজাতিয়ার হঠ‍াৎ মৃত্যুতে মুষড়ে পড়েছে বলিউড। তিনি হলেন পরিচালক সুরজ বরজাতিয়ার কাজিন।

রোববার (৩১ জুলাই) প্রয়াত রজতের জন্য প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করে বরজাতিয়া পরিবার। এখানে এসেছিলেন বলিউডের অনেকে। সালমান এসেই বন্ধু সুরজ বরজাতিয়াকে জড়িয়ে ধরেন। তখন চোখের জল ধরে রাখতে পারেননি। অবুঝের মতো কান্নায় ভেঙে পড়েন ৫০ বছর বয়সী এই তারকা।

অনুষ্ঠানে ছোট বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে নিয়ে এসেছিলেন সল্লু। এর আগের দিন ওরলি শ্মশানে রজতের অন্তিম আনুষ্ঠানিকতায় আসতে পারেননি ‘সুলতান’ তারকা। প্রয়াত প্রযোজকের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে শেয়ার দিয়ে শোকপ্রকাশ করেন তিনি।

রাজশ্রী ফিল্মসের প্রতিষ্ঠাতা সুরজ ও রজতের দাদা তারাচাঁদ বরজাতিয়া। বরজাতিয়া পরিবারের সঙ্গে সালমানের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮৯ সালে রাজশ্রী ফিল্মসের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে প্রধান নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু হয় তার। এরপর তাদের ‘হাম আপকে হ্যায় কৌন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তিনি অভিনয় করেন। এ প্রতিষ্ঠানের সবশেষ ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তেও দেখা গেছে তাকে। ছবিটির নায়িকা সোনম কাপুরও এসেছিলেন প্রার্থনা অনুষ্ঠানে।

এ ছাড়া অংশ নেন নির্মাতা সুভাষ ঘাই ও কুনাল কোহলি, অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, তারা শর্মা ও কমেডিয়ান সতিশ শাহ। গত ২৯ জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ের জসলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রজত। তিনি ক্যানসারে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।