ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বেলাল খান ও ঝিলিকের ‘মন শুধু’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
 বেলাল খান ও ঝিলিকের ‘মন শুধু’  বেলাল খান ও ঝিলিক

একসঙ্গে গাইলেন সংগীতশিল্পী বেলাল খান ও ‘সেরাকণ্ঠ’ বিজয়ী ঝিলিক। ‘মন শুধু’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।

এর কথা লিখেছেন ও সুর করেছেন এ মিজান। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ।  

বেলাল খান বললেন, ‘গানটির কথা ও সুর সুন্দর। আমি গানটি নিয়ে আশাবাদী। ’ ঝিলিক বলেন, ‘আমার বিশ্বাস, মেলোডি সুরে গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে। ’

আসন্ন ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে গানটি সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ হবে। শিগগিরই এর ভিডিও করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।