ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ মিনিট দম বন্ধ রেখেছিলেন মার্গট রোবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
পাঁচ মিনিট দম বন্ধ রেখেছিলেন মার্গট রোবি! মার্গট রোবি

চমকপ্রদ তথ্য দিলেন হলিউড অভিনেত্রী মার্গট রোবি। অ্যাকশন-ক্রাইম ফ্যান্টাসি ‘সুইসাইড স্কোয়াড’ ছবির জন্য পানির নিচে পাক্কা পাঁচ মিনিট নিঃশ্বাস বন্ধ রেখেছিলেন তিনি! সংঘর্ষপূর্ণ একটি দৃশ্যের প্রয়োজনে এই বিপজ্জনক কাজটি শিখতে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে।

খবর এন্টারটেইনমেন্ট উইকলির।  

চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের কতো কিছুই না করতে হয়। তবে পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে রাখা যেন অনেকটা জীবন নিয়ে খেলা! এ প্রসঙ্গে মার্গট বলেছেন, ‘এক অসাধারণ ডুবুরির কাছ থেকে এই কেরামতি শিখেছি। তার সঙ্গে চারটি ধাপে কাজ করতে হয়েছে আমাকে। পানির নিচে নিঃশ্বাস বন্ধ রাখলে শরীরে উদ্যম ধরে রাখার রাসায়নিক পরিবর্তনের হার কমে আসে। মনে হচ্ছিলো পানির নিচে ধ্যানে আছি। ডুবুরিরা এটাই করেন, তবে কাজটা অসাধারণ। ’

মার্গট রোবি জানান, প্রশিক্ষণের সময় দীর্ঘক্ষণ ধরে দম বন্ধ হয়ে থাকতেন তিনি। ২৬ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকার ভাষ্য, ‘আমি পাঁচ মিনিট পেয়েছিলাম। যতোটা সহজ মনে করেছিলাম সময়টা তার চেয়ে অনেক বেশি। মনে হতো ঘড়ির কাঁটা ঘুরছে না কেনো!’

ডেভিড আইয়ার পরিচালিত ‘সুইসাইড স্কোয়াড’ হলো ডিসি কমিকসের অ্যান্টিহিরো দলকে নিয়ে নির্মিত আমেরিকান সুপারহিরো ছবি। জন ওস্ট্র্যান্ডারের লেখা ‘সুইসাইড স্কোয়াড’ অবলম্বনে লেখা হয়েছে এর চিত্রনাট্য। এতে আরও অভিনয় করেছেন উইল স্মিথ, জারেড লেটো, জোয়েল কিনাম্যান, ভায়োলা ডেভিস, জেই কুর্টনি, জে হার্নান্দেজ, স্কট ইস্টউড, কারা ডেলেভিন-সহ অনেকে। আগামী ৫ আগস্ট ছবিটি মুক্তি দেবে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।