ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ভিডিওতে হাবিবের নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
নতুন ভিডিওতে হাবিবের নাচ হাবিব ওয়াহিদ ও শারলিনা হোসেন

নতুন গানের ভিডিও নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এর শিরোনাম ‘মনের ঠিকানা’।

প্রেমের গানটির তালে তাকে পশ্চিমা ধাঁচের নাচেও দেখা গেছে। এটাই আলাদাভাবে নজর কেড়েছে।

নতুন সিঙ্গেল প্রকাশ উপলক্ষে হাবিব ফেসবুকে লিখেছেন, ‘এখন সময় প্রেমানুভবের। ছড়িয়ে দিন এই ভালোবাসা। ভালোবাসতে দিন। কারণ ভালোবাসাই প্রয়োজন সবার। ’

সোমবার (১ আগস্ট) মাল্টিসোর্সিং লিমিটেডের ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে প্রায় দেড় লাখ বার।  

তানিম রহমান অংশুর নির্দেশনায় ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন শারলিনা হোসেন। নৃত্য পরিচালনায় আসাদ খান। গত ২৭ জুলাই ইউটিউবে ছাড়া হয় এর টিজার। গানটি লিখেছেন কলকাতার গীতিকার ঋদ্ধি। সুর-সংগীত হাবিবের।

হাবিব এখন লন্ডনে। সেখানে সোমবার (১ আগস্ট) এক কনসার্টে সংগীত পরিবেশন করেন তিনি।  

* ‘মনের ঠিকানা’​ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।