ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমের মাশুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
প্রেমের মাশুল! টেলর সুইফট ও টম হিডেলস্টোন

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান আরমানির নতুন মডেল হওয়ার কথা ছিলো ব্রিটিশ অভিনেতা টম হিডেলস্টোনের। কিন্তু মার্কিন গায়িকা টেলর সুইফটের প্রতি প্রবল অনুরাগের কারণে তার কাছ থেকে এই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে।

 

‘দ্য নাইট ম্যানেজার’ তারকা টমকে ডিজে ক্যালভিন হ্যারিসের স্থলাভিষিক্ত করার কথা ভাবা হচ্ছিলো। ক্যালভিন আরমানির শীতকালীন পোশাকের প্রচারণা করেছেন। মজার বিষয় হলো, সুইফটের প্রাক্তন প্রেমিক ছিলেন তিনি।  

জানা গেছে, টমের ওপর ক্ষেপেছে আরমানি কর্তৃপক্ষ। কারণ সম্প্রতি টেলরের ব্যাপারে জনসম্মুখে নিজেকে আবেগপ্রবণ দেখিয়েছেন তিনি। গত মাসে অস্ট্রেলীয় সাগরপাড়ে তাদেরকে হাতে হাত রেখে বেড়াতে দেখা গেছে। হ্যারিসের সঙ্গে সুইফটের বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মার্কিন এই গায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টম।  

যুক্তরাষ্ট্রের একটি ফ্যাশন সূত্র জানিয়েছে, ক্যালভিনের কাছ থেকে আরমানির মডেলের দায়িত্ব কে নিতে পারে সেজন্য একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছিলো। এতে টমের নামও ছিলো। টেলরের প্রেমিকা ও ক্যালভিনের প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমের সুবাদে আলোচিত টম সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হতেন সন্দেহ নেই।  

কিন্তু আরমানি প্রচারণার কাঙাল নয়। তাদের মনে হচ্ছে, ক্রীড়াঙ্গনের একজন উঠতি তারকা এই প্রতিষ্ঠানের চলমান চাহিদার জন্য যুতসই হবে। নিজেদের ব্র্যান্ডের জন্য সুইফটের ছায়ায় পড়ে থাকা কাউকে দিয়ে জনসংযোগ মোটেই পছন্দ নয় আরমানির। তাই এ দায়িত্ব ৩৫ বছর বয়সী টম পাচ্ছেন না তা একরকম নিশ্চিত।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।