ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবার ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
আবার ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’

মোঘল সাম্রাজ্যের সূর্য ডোবার সময় হিন্দুস্তান ভাগ হয়ে যায় ছোট ছোট রাজ্যে। তখন সাত সমুদ্রের ওপার থেকে ইংরেজ বণিকদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুযোগ বুঝে হিন্দুস্তানের ওপর মেলে দেয় তাদের লোভের রক্তাক্ত ডানা।

নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইংরেজরা খুব গভীর চাল চালতে শুরু করে। এই রাজনৈতিক চালের জালে জড়িয়ে একের পর এক রাজত্ব শেষ হতে শুরু করে।  

যখন ইংরেজ ফৌজ আর সিপাহীদের অত্যাচার আর অবিচারের আগুনের শিখা বাংলাদেশ, মাদ্রাজ, আবোধ আর নিজামের সীমানা ছাড়িয়ে মহীশূরের সীমানায় লেগে গেলো, তখন আগুনের এই ঝড়কে রুখতে ঝলসে উঠলো একটি তলোয়ার। সেই তলোয়ার শের-ই-মহীশূর টিপু সুলতানের তলোয়ার।  

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ আবার দর্শক দেখতে পাবে ছোট পর্দায়। মাছরাঙা টেলিভিশনে আগামী ১২ আগস্ট থেকে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টায় প্রচার হবে এটি।  

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিরিজটি পরিচালনা করেছেন সঞ্জয় খান। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি এর শুটিংয়ে আগুন লেগে ৬২ জন কলাকুশলী মারা যান। সঞ্জয় খান নিজেও গুরুতর আহত হয়ে ১৩ মাস হাসপাতালে ছিলেন। সুস্থ হওয়ার জন্য তাকে ৭২টি অস্ত্রোপচারের শরণাপন্ন হতে হয়েছিলো।  

মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, দর্শকদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই তাদের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দেওয়ার জন্য ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ নতুন আঙ্গিকে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।