ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কঙ্গনাকে অপহরণ, দীপিকার সঙ্গে প্রেম! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
কঙ্গনাকে অপহরণ, দীপিকার সঙ্গে প্রেম! 

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন কার না ভালো লেগেছে! মজার ব্যাপার হলো, সহশিল্পীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছেন ইরফান! 

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া মজার সাক্ষ‍াৎকারে বলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে কথা বলেছেন ইরফান। এ দু'জনের মধ্যে আবার বৈরি সম্পর্ক! 

ইরফানকে প্রশ্ন করা হয়, দু'জনের মধ্যে কাকে অপহরণ আর কার সঙ্গে প্রেম ও কাজ করবেন।

উত্তরে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেতা বলেন, ‘কঙ্গনা রনৌতকে অপহরণ করবো। এরপর তার জন্য আমার পছন্দের চরিত্র ও ছবি নির্বাচন করে দেবো তাকে। আর দীপিকার সঙ্গে প্রেম করতে চাই। দু'জনের সঙ্গেই আবার কাজ করতে পারলে ভালো লাগবে। ’

এদিকে গত ২২ জুলাই মুক্তি পেয়েছে ইরফানের নতুন ছবি ‘মাদারি’। সামনে হলিউডের ‘ইনফারনো’ ছবিতে টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।