ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নাচবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
নাচবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি নওয়াজুদ্দিন সিদ্দিকি

‘রমণ রাঘব ২.০’ ও ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো ছবিতে দারুণ অভিনয়ের জন্য সমালোচক মহলে প্রশংসিত বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এবার পর্দায় এ প্রজন্মের নায়ক টাইগার শ্রফকে নিয়ে ‘মুন্না মাইকেল’ নামের একটি ছবিতে নাচতে দেখা যাবে তাকে।

এটি হলো রোমান্টিক-মিউজিক্যাল ধাঁচের ছবি। এতে দরিদ্র তরুণের ভূমিকায় অভিনয় করবেন টাইগার। তার আদর্শ প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন। ছবিটির পরিচালক সাব্বির খানের মতে, নওয়াজুদ্দিন এমন অসাধারণ একজন অভিনেতা যাকে বরাবরই কিছু না কিছু চ্যালেঞ্জের মুখে পড়া উচিত।  

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাব্বির খান বলেছেন, ‘নওয়াজুদ্দিনকে এ ছবিতে নাচতে দেখবেন। কেউ তাকে আগে নাচতে দেখেনি। তিনি বিস্ময়কর একজন অভিনেতা। এজন্যই তাকে চ্যালেঞ্জ এবং কৌতূহল জাগাবে এমন চরিত্র দেওয়া উচিত। ’

‘বাঘি’র পরিচালক সাব্বির আরও জানান, শিগগিরই নাচের প্রশিক্ষণ নিতে শিগগিরই কর্মশালায় যোগ দেবেন নওয়াজুদ্দিন। ‘মুন্না মাইকেল’ ছবির চিত্রায়ন শুরু হবে সেপ্টেম্বরে। এ নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হচ্ছেন টাইগার-সাব্বির। টাইগারের প্রথম ও দ্বিতীয় ছবি ‘হিরোপান্তি’ ও ‘বাঘি’র পরিচালক তিনিই।

তবে নওয়াজুদ্দিন এবারই প্রথম সাব্বির খানের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। ৪২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে কাজ করবেন ভেবে উচ্ছ্বসিত হয়ে পরিচালক বলেন, ‘আমি তার অন্ধভক্ত। নাচটা ছবির গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি খুব চ্যালেঞ্জিং চরিত্র। আমি তাকে এ চরিত্রে দেখতে চেয়েছি বলেই প্রস্তাব দিয়েছি। তার সঙ্গে কাজ করবো ভেবে উত্তেজিত লাগছে। তিনিও আমার চেয়ে উত্তেজিত। চরিত্রটি খুব ভালো লেগেছে তার। ’

জানা গেছে, ‘মুন্না মাইকেল’ ছবিতে নওয়াজুদ্দিনের চরিত্রটি সরাসরি নেতিবাচক নয়। সাব্বিরের ভাষ্য, ‘এটা খলচরিত্র নয়। এতে সাদা, কালো, ছাইসহ সবকিছুর ছায়া আছে। এটুকু বলতে পারি, ‘বজরঙ্গি ভাইজান’ তারকার চরিত্রে অনেক স্তর আছে।

নওয়াজুদ্দিনকে ছবিটিতে কেমন দেখা যাবে তা যাচাই করে চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে প্রধান নায়িকা খোঁজা হচ্ছে। এ ছবিতে নতুন একটি মেয়েকে সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।