ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রুশ, চীনা ও ফরাসি ছবিতে সোনমের আগ্রহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
 রুশ, চীনা ও ফরাসি ছবিতে সোনমের আগ্রহ সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর মনে করেন, অভিনয়শিল্পীদের কাজের উদ্দীপনায় ভাষা কখনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না। তাই চিত্রনাট্য ও চরিত্র ভালো হলে রুশ, চীনা ও ফরাসি ছবিতে অভিনয়ে কোনো অনীহা নেই ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর।


 
পাঞ্জাবি ছবি ‘চৌথি কুট’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছেন সোনম। আগামী পাঞ্জাবি ছবিতে কাজ করবেন কি-না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ভাষাটা আমি জানি না, তবে বুঝতে পারি। হিন্দি, সিন্ধিসহ অনেক ভাষা বুঝতে পারি। তাহলে কাজ করবো না কেনো? আমার মনে হয় না, অভিনয়শিল্পীদের সামনে ভাষা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যদি গল্প ও চরিত্র পছন্দ হয় তাহলে পাঞ্জাবি, চীনা, হিন্দি, মারাঠি, রুশ, ফরাসি অথবা যে কোনো ভাষার ছবিতে অভিনয় করবো। ’

সোনমের সমসাময়িক দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন হলিউডে ইংরেজি ভাষার ছবিতে অভিনয় করছেন। তবে এখনও ভারতীয় অভিনশিল্পীরা রুশ, চীনা ও ফরাসি ছবিতে অভিনয়ের চেষ্টা করেননি। সাম্প্রতিক সময়ে একমাত্র উদাহরণ হলো পারস্টার জ্যাকি চ্যানের সঙ্গে অভিনেতা সোনু সুদ ও অভিনেত্রী আমিরা দাস্তুরের ইংলিশ-হিন্দি-মান্দারিয়ান ছবি ‘কুংফু ইয়োগা’য় অভিনয়।

‘চৌথি কুট’ প্রসঙ্গে সোনম বলেন, ‘এটি দারুণ একটি ছবি। এটি দেখে অঝোরে কেঁদেছি। ৪০ মিনিট পর থেকে কোনোভাবে কান্না থামাতে পারিনি। ছবিটি খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। এর সংবেদনশীলতা তৈরি ও পরিচালনা ছিলো সুন্দর। এ ছবিতে দেখতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। থিয়েটারে গিয়ে ছবিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আশির দশকের পাঞ্জাবকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এতে। ’
 
পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় না করলেও সোনম অভিনীত বেশ কয়েকটি ছবির চিত্রায়ন হয়েছে পাঞ্জাবে। কিছুদিন পর থেকে কারিনা কাপু খানের সঙ্গে ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির কাজ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।