ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করতে যাচ্ছিলেন সাবা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
আত্মহত্যা করতে যাচ্ছিলেন সাবা!

খুব ভোরবেলা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সোহানা সাবা! ভাগ্যিস কয়েকজন মানুষ দেখে ফেলেছিলো। তারা কাজ করে একটি রেডিও স্টেশনে।

 

ভক্তদের চিন্তার কিছু নেই। এটি ‘প্রেম অতঃপর’ নামের একটি নাটকের দৃশ্য। গল্পে দেখা যাবে- সাবা অভিনীত চরিত্রের সঙ্গে তার ভালোবাসার মানুষ প্রতারণা করেছে। টাকা-পয়সাসহ সর্বস্ব নিয়ে উল্টো প্রেমিকাকেই মামলায় ফাঁসিয়ে দিয়েছে সে।  

সবকিছু হারিয়ে সাবা এখন নিঃস্ব। আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সে। রেডিওতে এই গল্প শুনে এক আইনজীবী এগিয়ে আসেন সহযোগিতার জন্য।  

নাটকটি লিখেছেন মুরাদ পারভেজ, পরিচালনায় রিন্টু পারভেজ। এতে সাবার প্রেমিকের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।