ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের কাছ থেকে কী শিখলেন মাহিরা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
শাহরুখের কাছ থেকে কী শিখলেন মাহিরা? শাহরুখ খান ও মাহিরা খান

সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘রায়ীস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার অনেক আগেই ভারতে অসংখ্য ভক্ত পেয়ে গেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। কেউ কেউ তার টকটকে সৌন্দর্যে মুগ্ধ।

অন্যরা তার সরলতায় ডুবে আছেন।  

যদিও ভারতে খুব একটা জনসম্মুখে আসেননি পাকিস্তানি সুন্দরী মাহিরা। তাই তার সম্পর্কে জানার ব্যাপক কৌতূহল ভক্তদের মধ্যে। ভারত-পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের কথা ভেবে ফেসবুকে সরাসরি চ্যাট করেন তিনি। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।  

‘রায়ীস’-এর দৃশ্যায়ন চলাকালে ৫০ বছর বয়সী শাহরুখের কাছ থেকে কী শিখেছেন জানতে চাইলে মাহিরা বলেন, ‘তিনি বিশ্বের বিশাল সুপারস্টার। তবে সেটে তাকে দেখে তা মনে হয়নি। সেখানে তিনি কেবল একজন অভিনেতাই ছিলেন। বলিউড বাদশার মধ্যে কখনও তারকার হাবভাব দেখিনি। বরং অন্যদের মতোই কঠোর পরিশ্রম করেছেন তিনি। ’

রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রায়ীস’ মুক্তি পাবে আগামী বছর। এতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। প্রযোজনায় বলিউড তারকা ফারহান আখতার ও তার বন্ধু রিতেশ সিধওয়ানি।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।