ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকাকে পারিশ্রমিকের অঙ্ক গোপন রাখার অনুরোধ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
দীপিকাকে পারিশ্রমিকের অঙ্ক গোপন রাখার অনুরোধ! দীপিকা পাড়ুকোন

ছেলেদের বেতনের অঙ্ক আর মেয়েদের বয়স জানতে চাইতে নেই। এগুলো অলিখিত নিয়ম।

তবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বেলায় এই নিয়ম খাটছে না!

শোনা যাচ্ছে, সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘পদ্মাবতী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ১১ কোটি রুপি সম্মানী পাচ্ছেন দীপিকা। এ খবর পড়ে বাকরুদ্ধ পরিচালক।  

নিজের স্বপ্নের ছবি সম্পর্কে অভিনয়শিল্পীসহ বিন্দু পরিমাণ তথ্যও যেন ফাঁস না হয় সেদিকে সর্বোচ্চ নজরদারি রেখেছিলেন বানসালি। এ কারণে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর সম্মানীর অঙ্ক ফাঁস হওয়ায় নাখোশ তিনি।  

সঞ্জয়লীলার পরিচালনায় ২০১৪ সালে দীপিকা প্রথম অভিনয় করেন ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’য়। এজন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১ কোটি রুপি। দুই বছরের ব্যবধানে তা বেড়েছে ১০ কোটি রুপি।  

১১ কোটি রুপির খবরটি সত্যি হলে, অভিনয়ের সম্মানীর দিক দিয়ে বলিউডের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেছেন দীপিকা। তবে এটা সত্যি নাকি মিথ্যা তা তিনি ও বানসালিই ভালো বলতে পারবেন। নির্বিশেষে নিজের ছবির নায়িকার সঙ্গে সম্পাদিত চুক্তির অঙ্ক খবরের শিরোনামে দেখায় ৫৩ বছর বয়সী এই নির্মাতা দীপিকার ওপর মোটেই খুশি নন।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।