ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হিন্দি সিরিয়াল দেখে স্বামীকে সন্দেহ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
হিন্দি সিরিয়াল দেখে স্বামীকে সন্দেহ!

অভির স্ত্রী বিভিন্ন হিন্দি সিরিয়াল দেখে স্বামীকে পরনারী আসক্ত বলে ধরে নেয়। অন্যদিকে শামীমের সঙ্গে বউয়ের মেলামেশা দেখে অভিও তাকে সন্দেহ করতে থাকে।

শুরু হয়ে যায় দাম্পত্য কলহ।

গল্পটা ‘ক্রস কানেকশন’ নাটকের। এতে দেখা যাবে- শামীম তাদের ভাড়াটিয়া অভি সাহেবের বোন অপির প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কোনোভাবেই অপির ধারেকাছে ভিড়তে পারছে না।  

অপির কাছে পৌঁছাতে চেষ্টা করলে সামনে হাজির হয় মেয়েটির ভাবী। তাই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ভাবীর সঙ্গে জমজমাট সম্পর্ক তৈরি করে শামীম। এদিকে ভাবীও শামীম বলতে পাগল। যে কোনো কাজেই তিনি ডাকেন ছেলেটিকে। অপিও মনে মনে শামীমকে পছন্দ করতে শুরু করে।  

নাটকটির কেন্দ্রীয় চারটি চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, তাসনুভা তিশা, সাবিলা নূর ও শামীম হাসান সরকার। রচনা ও পরিচালনা করছেন খাইরুল পাপন।  

সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বেশকিছু স্থানে গত ২ আগস্ট থেকে তিন দিন এর দৃশ্যধারণ হয়েছে। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ক্রস কানেকশন’।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।