ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তরুণ নির্মাতাদের ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
তরুণ নির্মাতাদের ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’

টেলিভিশন অঙ্গনে এ সময়ের ব্যস্ত ও তরুণ নির্মাতারা মিলে গঠন করলেন ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’। এটাকে তারা বলছেন নতুন প্ল্যাটফর্ম।

শুক্রবার (৫ আগস্ট) রাতে ঢাকার তেজগাঁওস্থ একটি রেস্তোরাঁয় প্রায় শতাধিক নাট্য নির্মাতার উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।  

ডিরেক্টরস গিল্ড নামে টিভি নাটক নির্মাতাদের একটি সংগঠন আছে। ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’ ওই সংগঠনের প্রতিপক্ষ নয় বলে এখানে উল্লেখ করা হয়েছে। তরুণ নির্মাতাদের স্বার্থরক্ষায় কাজ করতে এই প্ল্যাটফর্ম গড়া হয়েছে বলে জানান তারা।  তাদের এ প্ল্যাটফর্মের ট্যাগলাইন ‘ইউনাইটেড উই ড্রিম’।  

নির্মাতারা হতাশা নিয়ে জানান, ‘আমাদের কোথাও আড্ডা দেওয়ার সুযোগ নেই। আমাদের পরিচালকের বার্ষিক বনভোজন হয় না। অন্য সংগঠনের বনভোজনে অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আমাদেরকে। তরুণ নির্মাতারা নানান সমস্যায় পড়ে কারও দ্বারস্থ হওয়ার সাহস পায় না। ’ এসব কারণেই মূলত এই নতুন প্ল্যাটফর্ম গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধে টেলিভিশন ডিরেক্টরস ফোরাম কোনো সংগঠন নয় বলে উল্লেখ করে রেদওয়ান রনি বলেন, ‘পুলিশ থাকার পরও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার্থে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রয়োজন হয়। এ বিষয়টিও তেমনই। আমরা ডিরেক্টরস গিল্ডে আমাদের অধিকারগুলো আদায় করে নেবো, একই সঙ্গে এই প্ল্যাটফর্মে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবো। ’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন, ‘নতুন নির্মাতাদেরকে কাজের সুযোগ করে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। তাদের জন্য আমাদের ফোরাম থেকে চাঙ্ক নেওয়া হবে একটি টিভি চ্যানেলে। এ ক্লাবে থাকবে স্টাডি রুম, থিয়েটা রুম। এখানে আয়োজন করা হবে কর্মশালা। আমরা এটাকে তরুণ নির্মাতাদের মিলনমেলা হিসেবেই দেখছি। আমরা ডিরেক্টরস গিল্ডের বিপক্ষে নই। এটা নতুনদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম মাত্র। ’

শুরুতে বেশ কয়েকজন নির্মাতা একে একে শুভেচ্ছা বক্তব্য দেন। নির্মাতা কচি খন্দকার বলেন, ‘আমরা ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে কেউ কেউ জিতেছি, কিন্তু বেশিরভাগ নির্মাতাই হেরেছি। তবু আমরা নতুন কমিটির কারও বিপক্ষে নই। আমরা তাদের পাশে আছি, থাকবো। আমরা আজকের মতো আগামীতেও নিয়মিত বসবো, পুনর্মিলন ঘটাবো। ’

সম্প্রতি অনুষ্ঠিত ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের মাধ্যমে তরুণ নির্মাতাদের মধ্যে বন্ধন সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন নির্মাতা কচি খন্দকার, হৃদি হক, শুভ্র খান, মোহাম্মদ নোমান, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সাজ্জাদ সুমন, আদনান আল রাজীব, আশফাক নিপুণ, সাইদুর রহমান রাসেল, ইমরাউল রাফাত, হিমেল আশরাফ, মাবরূর রশীদ বান্নাহ, শাহজাহান সোহাগ, সেতু আরিফ, পিকলু চৌধুরী, সাজ্জাদ সনি, জাকারিয়া সৌখিন, শ্রাবণী ফেরদৌস, নিয়ামুল মুক্তা, আতিক জামান, পল্লব বিশ্বাস প্রমুখ। তারা মনে করেন, নির্বাচনে পরাজিত হলেও এর মাধ্যমে তাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্মাতা শহীদ-উন-নবী। এখানে ডিরেক্টরস ফোরামের লোগো উন্মোচন সমন্বয় করেন নির্মাতা ইমেল হক। এটি বানিয়েছেন অ্যানিমেটর তপন আহমেদ।  এ আয়োজনে উপস্থিত নির্মাতাদের তালিকা সংগ্রহ করেছেন আবু হায়াৎ মাহমুদ ও আবু রায়হান জুয়েল।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।