ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ যেমন ভেবেছিলেন প্রিজমা তেমন হয়নি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
শাহরুখ যেমন ভেবেছিলেন প্রিজমা তেমন হয়নি! শাহরুখ খান

বলিউড তারকারা এখন পুরোপুরি প্রিজমা স্রোতে ভাসছেন! আলিয়া ভাট, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরসহ অনেকে ইনস্টাগ্রামে তাদের প্রিজমা ছবি শেয়ার করেছেন।

শনিবার (৬ আগস্ট) প্রিজমা অ্যাপে সম্পাদিত নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুপারস্টার শাহরুখ খান।

তবে তিনি যেমন ভেবেছিলেন নিজের প্রিজমা ছবি তেমন হয়নি। অবশ্য ৫০ বছর বয়সী শাহরুখ লিখেছেন, ‘প্রথমবার সবসময় বিশেষ। ’

এদিকে শাহরুখকে শিগগিরই দেখা যাবে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। গত মাসে তার নায়িকা আলিয়া ভাট এর একটি স্থিরচিত্র প্রিজমায় সম্পাদনা করে শেয়ার দেন। এতে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে স্বপ্নবাজ নির্মাতার ভূমিকায়, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে থাকে মেয়েটি। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।

শাহরুখকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ফ্যান’ ছবিতে। ২০১৭ সালে ২৬ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘রায়ীস’। এতে তার বিপরীতে আছেন পাকিস্তানি সুন্দরী মাহিরা খান।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।