ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মমতাজের লোকাল বাসে টয়া!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
মমতাজের লোকাল বাসে টয়া! মুমতাহিনা টয়া ও মমতাজ/ছবি: নুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হলেন এ প্রজন্মের অভিনেত্রী মুমতাহিনা টয়া। ফোকসম্রাজ্ঞী মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানের ভিডিওতে দেখা যাবে তাকে।

শনিবার (৬ আগস্ট) এফডিসির ২ নম্বর ফ্লোরে সেট সাজিয়ে ভিডিওর চিত্রায়ন হচ্ছে। এটি নির্দেশনা দিচ্ছেন তানিম রহমান অংশু। এতে মমতাজ ও টয়ার সঙ্গে মডেল হয়েছেন সৌমিক, প্রীতম হাসান।

এ ছাড়া সংগীত পরিচালক অদিতকেও মিউজিক ভিডিওতে দেখা যাবে।  তিনি এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। গানে র‌্যাপ করেছেন শাফায়েত। তাকেও দেখা যাবে ভিডিওতে।

গল্পে দেখা যাবে, একটি শুটিং সেটে এক দম্পতি ঢুকে পড়ে। তারা হলেন টয়া ও সৌমিক। দু’জনই ঝগড়া করছেন। সৌমিকের চোখে টয়ার কোনো গুণ নেই। একথা শুনে টয়া জোর করে লোকাল বাসে উঠে নাচতে শুরু করেন।

মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত টয়া বাংলানিউজকে বলেছেন, ‘তিন-চারদিন নাচের মহড়া করেছি। কারণ ভিডিওতে নাচকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা অন্যরকম অভিজ্ঞতা। অংশু ভাইয়ার ভিডিওগুলো আমার পছন্দের। তাই তার প্রস্তাব পেয়ে কাজটি করছি। ’

ভিডিওর নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিডিওটি ইউটিউবে আসবে বলে জানা গেছে। এর কথা লিখেছেন গোলাম রাব্বানী। সুর করেছেন লুৎফর হাসান ও প্রীতম হাসান। সংগীতায়োজনে প্রীতম হাসান। ভিডিওটি তৈরি হচ্ছে গানচিলের ব্যানারে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।