ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সানি লিওনের সঙ্গে মিলে গেলো পরীমনির নাচ-গান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সানি লিওনের সঙ্গে মিলে গেলো পরীমনির নাচ-গান! পরীমনি ও সানি লিওন

চিত্রনায়িকা পরীমনির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রক্ত’র ‘পরী’ গানের ভিডিও বেরিয়েছে। মজার ব্যাপার হলো, বলিউড অভিনেত্রী সানি লিওনের ‘সুপার গার্ল ফ্রম চায়না’ গানের সুরের সঙ্গে এর অনেক মিল!

দুটি গানই গেয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর।

‘সুপার গার্ল ফ্রম চায়না’র সুর ও সংগীত তারই। একই সুরে এবার বাংলা গানে কণ্ঠ দিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস’ ছবির ‘বেবি ডল’ গান গেয়েই মূলত কনিকার উত্থান। তার জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘চিঠিয়া কালাইয়া’ (রয়), ‘লাভলি’ ও ‘কামলি’ (হ্যাপি নিউ ইয়ার), ‘নাচান ফারাটে’ (অল ইজ ওয়েল), ‘প্রেমিকা’ (দিলওয়ালে), ‘হাগ মি’ (বেঈমান লাভ)।

‘পরী’ গানে কনিকার সঙ্গে কলকাতার সংগীতশিল্পী আকাশও কণ্ঠ দিয়েছেন। কম্পোজার হিসেবে তার নামই উল্লেখ করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। এর নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।

‘পরী’ গানের ভিডিও ছাড়া হয়েছে শনিবার (৬ আগস্ট)। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। এর কথা এমন- ‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি, হায়রে কি যে করি/আমি ডানা কাটা পরী/সেলফি নিতে চায় রে সবাই, লাগায় হুড়োহুড়ি/হায়রে কি যে করি, হায়রে কি যে করি/আমি ডানা কাটা পরী’।

সুমন পরিচালিত ‘রক্ত’তে আরও অভিনয় করেছেন রোশন, আশীষ বিদ্যার্থী, অমিত হাসান প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

* ‘ডানা কাটা পরী’ গানের ভিডিও :

* ‘সুপার গার্ল ফ্রম চায়না’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।