ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ ও সালমান খান

আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার মিডেল ইস্টার্ন লাইফস্টাইল ব্র্যান্ড স্প্ল্যাশের একটি বিজ্ঞাপনে জুটি বাঁধছেন তারা।

জানা গেছে, কাশ্মিরের লেহ ও লাদাখে কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে যাওয়ার আগে বিজ্ঞাপনটির কাজ শেষ করবেন সল্লু। ৫০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে এবারই প্রথম মডেল হবেন ক্যাট।

এ পর্যন্ত চারটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন সালমান-ক্যাটরিনা। এগুলো হলো ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ (২০০৫), ‘পার্টনার’ (২০০৭), ‘যুবরাজ’ (২০০৮), ‘এক থা টাইগার’ (২০১২)। এ ছাড়া ‘বডিগার্ড’ (২০১১) ছবির আইটেম গানে তাদেরকে একসঙ্গে নাচতে দেখা গেছে।

অনেকদিন আগে সালমানের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ক্যাটরিনার। আর চলতি বছরের গোড়ার দিকে রণবীর কাপুরের সঙ্গেও প্রেমের ইতি টেনেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। অন্যদিকে শোনা যাচ্ছে, রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।