ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নার্ভাস নয় উচ্ছ্বাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
নার্ভাস নয় উচ্ছ্বাস! মহেন্দ্র সিং ধোনি ও সুশান্ত সিং রাজপুত

ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবন নির্ভর ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। রূপালি পর্দায় অসাধারণ এই খেলোয়াড়কে ফুটিয়ে তুলতে গিয়ে এজন্য চাপ অনুভবের চেয়ে তিনি উচ্ছ্বসিতই ছিলেন বেশি।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে সুশান্ত সাংবাদিকদের বলেন, ‘চাপের চেয়ে আনন্দই ছিলো বেশি। খুব কাছ থেকে তার জীবনের গল্প জানা ও ধোনির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। সুতরাং চাপের চেয়ে উত্তেজনাই বেশি কাজ করেছে আমার মধ্যে। ’

ছবিটিতে অভিনয়ের জন্য অনেক প্রশিক্ষণ নিতে হয়েছে সুশান্তকে। যোগ করে ৩০ বছর বয়সী সুশান্ত বলেন, ‘প্রতিটি ছবিতেই অভিনয়শিল্পী হিসেবে নিজের উন্নতি হয়, তবে কিছু ছবির কাজ ভালো মানুষে পরিণত করে। এটা তেমনই একটি চলচ্চিত্র। ’

২০০৭ সালে রাঁচিতে জন্ম নেওয়া ধোনির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন সুশান্ত। ‘কাই পো চে’ তারকার কথায়, ‘তখন অনেক কাঠখড় পুড়িয়ে তার সঙ্গে ছবি তুলতে পেরেছি। সবাইকেই তিনি সম্মান করেন। তাকে আমি এদিক দিয়ে অনুসরণ করি। ’ 

ধোনির পথচলা জানতে তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন সুশান্ত।  ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ব্যাটসম্যান-উইকেট রক্ষক ধোনিও ছিলেন। তিনি জানান, তার জীবনের গল্প জানতে সুশান্ত তাকে অনেক প্রশ্ন করতেন।  

ভারতের ৩৫ বছর বয়সী ওয়ানডে অধিনায়ক ধোনি বলেন, ‘ও আমাকে একই প্রশ্ন ঘুরেফিরে করতো। মনের মতো প্রশ্ন পেলেই কেবল সুশান্ত ধরে নিতো, আমি সত্যি বলছি। তারপর পরের প্রশ্নে যেতো। শুরুর দিকে এটা খারাপ লাগতো না। কিন্তু ১৫-২০ মিনিট পর মনে হতো, আরে আমাকে তো শুধু নিজেকে নিয়েই বলতে হচ্ছে! এবার একটু বিরতি দরকার। এবার আমি যাই!’

ধোনির সঙ্গে কথোপকথনের সময়গুলোর ফিরে দেখে সুশান্ত বলেন, ‘প্রথম দুই-তিন দিন তাকে কিছু প্রশ্ন করেছিলাম। তিনি ঠান্ডা মেজাজেই উত্তর দিয়েছেন। কিন্তু তারপর থেকেই তিনি বলতে লাগলেন, আমি নাকি বড্ড বেশি প্রশ্ন করি! আসলে তাকে একই প্রশ্ন বিভিন্নভাবে বারবার করতাম। ’ 

ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ধোনির অধিনায়কত্বে। তার জীবন নিয়ে ছবিটি পরিচালনা করেছেন নীরাজ পান্ডে। এটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।  

এদিকে ট্রেলারটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। ইউটিউবে ১১ আগস্ট প্রকাশের পর থেকে এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ৮০ লাখ বারেরও বেশি। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে আরও অভিনয় করেছেন অনুপম খের, ভূমিকা চাওলা, রাজেশ শর্মা, কিয়ারা আদভানি, দিশা পাতানি প্রমুখ। ছবিটি সহ-প্রযোজনা করেছেন ধোনি।  

* ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।