ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়ের জন্য নিশোর শরীরজুড়ে উল্কি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
অভিনয়ের জন্য নিশোর শরীরজুড়ে উল্কি আফরান নিশোর শরীরে উল্কি করছেন চারুকলার মিশন

ছোট পর্দার অভিনেতা আফরান নিশো তার শরীরে শনিবার (১৩ আগস্ট) উল্কি করালেন। এজন্য সময় লেগেছে টানা চার ঘণ্টা।

মার্কার দিয়ে গিটার, পিয়ানো, মিউজিক প্লেয়ার, চোখসহ বিভিন্ন আল্পনা একেঁছেন চারুকলার ছাত্র মিশন। এর মধ্যে আছে ‘নায়া’ নামটি। কে তিনি? 

নিশো জানালেন, এটা তার প্রেমিকার নাম! ফ্যাশন নয়, ‘ট্যাটু’ নামের একটি নাটকে অভিনয়ের প্রয়োজনে প্রেমিকার নাম লিখে পুরো শরীরে উল্কি করালেন নিশো। নায়া চরিত্রে দেখা যাবে অভিনয় করেছেন আনিকা কবির শখ ও অন্তরা আজিম।

নিশো অভিনীত এ চরিত্রটি পাগল প্রেমিকের। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শরীরে নায়া নামের উল্কি থাকায় অন্য নামের মেয়েদের সঙ্গে প্রেম করতে পারেন না তিনি! এজন্য খুঁজে বেড়ান ‘নায়া’ নামের মেয়েদের। গল্পে নিশোকে পাওয়া যাবে সংগীতশিল্পীর ভূমিকায়। তাই বেশকিছু দৃশ্যে গিটার বাজিয়েছেন তিনি। বাস্তবেই যন্ত্রটি ভালো বাজাতে পারেন এই তারকা।  

‘ট্যাটু’ নাটকের পরিচালক কাজল আরেফিন ওমি বাংলানিউজকে বললেন, ‘এখন উল্কি করা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি স্থায়ীভাবে উল্কি করা হয় তাহলে সার্জারি ব্যতিত তা শরীর থেকে মোছার উপায় নেই। এ নাটকের মাধ্যমে উল্কির উপকারিতা ও অপকারিতা তুলে ধরার চেষ্টা করছি। ফ্যাশনটি সৌন্দর্যবর্ধনের সঙ্গে যে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলতে পারে সেটাই দেখা যাবে এখানে। ’

শনিবার ঢাকার হাতিরঝিলে প্রিয়াঙ্কা শুটিং হাউজে শুরু হয়েছে নাটকটির চিত্রায়ন। রোববারও কাজ হচ্ছে সেখানে। নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন কাজল আরেফিন ওমি ও তানভীর আনজুম। আসন্ন ঈদুল আজহায় ‘ট্যাটু’ নাটকটি এসএ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।