ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রমার তৃতীয় অ্যালবামের ‘দৃষ্টির সীমানায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
রমার তৃতীয় অ্যালবামের ‘দৃষ্টির সীমানায়’ রমা রহমান

সংবাদ পাঠিকা হিসেবে প্রায়ই রমা রহমানকে দেখা যায় টিভি পর্দায়। গানেও তার পরিচিতি আছে।

এরই মধ্যে তার দুটি একক অ্যালবাম বেরিয়েছে। এগুলো হলো ‘স্বপ্নের দিগন্ত ছুঁয়ে’ ও ‘স্বপ্নযাত্রা’।  

চলতি বছর বের হবে রমার তৃতীয় একক অ্যালবাম। এর নাম এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে এই অ্যালবামের ‘দৃষ্টির সীমানায়’ শিরোনামের গানের ভিডিও ইউটিউবে এসেছে গত ১৮ জুলাই।

নতুন গান প্রসঙ্গে মানাম আহমেদ বলেন, ‘এটি কিছুটা ক্লাসিক্যাল ধাঁচের। সুরে নতুনত্ব আছে। রমা আমার সুরে আগেও গেয়েছে, এবার তার গায়কী আরও পরিণত হয়েছে, শ্রোতারা শুনলেই বুঝবেন। ’ 

‘দৃষ্টির সীমানায়’ গানটি জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ। ভিডিওটি প্রযোজনা করেছে স্টারমেকারসবিডি।  

চলতি বছর রমার আরও দুটি ভিডিও বেরিয়েছে। এগুলো হলো আসিফ আকবরের সঙ্গে ‘কি চাও তুমি’ এবং ডিজে রাহাত ফিচারিংয়ে ‘দূর বহুদূর’। রমার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘ভালো লাগে না’, ‘এক মুঠো রোদ’, ‘দিগন্ত ছুঁয়ে দিও’ প্রভৃতি। চলচ্চিত্রেও নিয়মিত গাইছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।