ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শুভর সঙ্গে কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও ইউটিউবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
শুভর সঙ্গে কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও ইউটিউবে

চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কিশোরগঞ্জের তরুণী সিমুনের গাওয়া ‘অনেক সাধনার পরে’ গানের একটি ভিডিও এসেছে ইউটিউবে। একদিনে এটি দেখা হয়েছে ১ লাখ ২২ হাজার বারেরও বেশি।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ ছবির প্রচারণার অংশ হিসেবে শুভর সঙ্গে নতুন একজন গায়িকাকে জনপ্রিয় গানটি গাওয়ার সুযোগ দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অনলাইনে প্রতিযোগিতার মাধ্যমে নুরেনদুর্দানা সিমুনকে নির্বাচন করা হয়।

ছবিটিতে স্যাভির সংগীতায়োজনে গেয়েছেন ন্যানসি ও ইমরান। ‘ভালোবাসি তোমাকে’ ছবিতে প্রয়াত খালিদ হাসান মিলু ও কনক চাঁপার গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গত ১০ আগস্ট শুভ ও সিমুনের কণ্ঠ ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। স্টুডিওতে তাদের গাওয়ার চিত্র নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। সঙ্গে যুক্ত হয়েছে গানটির সঙ্গে শুভ ও জলির ঠোঁট মেলানোর কিছু দৃশ্য।

গত ১২ আগস্ট মুক্তি পেয়েছে ‘নিয়তি’। গত জুনে এটি মুক্তি পায় কলকাতায়। সেখানকার প্রতিষ্ঠান এসকে মুভিজ যৌথ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

* শুভ ও সিমুনের কণ্ঠে ‘অনেক সাধনার পরে’ :

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।