ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রতিবাদী নারী রুনা খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
প্রতিবাদী নারী রুনা খান রুনা খান

রুনা খানকে দেখে আঁতকে উঠতে হলো! মুখে ছোপ ছোপ রক্তের দাগ। হাতে বিশাল রামদা।

চোখে আর অভিব্যক্তিতে অগ্নিমূর্তি। সব মিলিয়ে তিনি যেন প্রতিবাদী নারী। ‘জলছবি’ নাটকে এভাবেই দেখা যাবে তাকে।  

সোমবার (১৫ আগস্ট) রুনা বাংলানিউজকে বললেন, ‘বরাবরই প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। রোমাঞ্চকর একটা অনুভূতি জন্মে নিজের মধ্যে। নারীরা চলার পথে যেমন বিপদের সম্মুখীন হয়ে থাকে, তেমনি সেখান থেকে বেরিয়ে আসার কৌশল তাদেরকেই খুঁজে বের করতে হয়। এই প্রতিবাদী চরিত্রটি তাদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। ’

গল্পে দেখা যাবে, পরিবারহীন মেয়ে আশ্রয় নেন তার দুঃসম্পর্কের মামার বাড়িতে। মামা বৃদ্ধ হলেও নিজেকে তরুণ মনে করেন। একসময় তিনি ভাগ্নীকে উক্ত্যক্ত করতে থাকেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি জেনে যাওয়ায় হঠাৎ এক লোকের সঙ্গে তাকে বিয়ে দেন মামা। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে বিক্রি করে দেয় তার স্বামী। বিভিন্ন লোকের হাতবদল হতে হতে সে বিপদ বুঝতে পারে। একসময় হয়ে ওঠে প্রতিবাদী।

নাটকটি প্রসঙ্গে রুনা আরও বলেন, ‘সব নারীই স্বপ্ন দেখে স্বামীর ঘরে গিয়ে সংসার করবে। কিন্তু বিয়ের পর যখন সেই স্বামী তাকে বিক্রি করে দেয়, তখন মেয়েটি কতোটা বিপদের জালে জড়িয়ে পড়ে তা দেখা যাবে নাটকটিতে। আমাদের সমাজে অনেক মেয়েই এমন বিপদের শিকার হচ্ছে। ’

‘জলছবি’তে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। সম্প্রতি পূবাইল ও মাওয়া ঘাটে নাটকটির চিত্রায়ন হয়েছে। নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।