ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থর সন্তানের মা হওয়ার ইচ্ছা আলিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
সিদ্ধার্থর সন্তানের মা হওয়ার ইচ্ছা আলিয়ার সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের সম্পর্ক বলিউডে বরাবরই মুখরোচক বিষয়। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের প্রতি ভালোলাগার কথা জানিয়েছেন তারা।

যদিও প্রেমের বন্ধনে জড়িয়ে থাকার কথা জনসম্মুখে কখনও স্বীকার করেননি দু’জনে। তবে তাদের ভালোবাসার অসংখ্য উদাহরণ আছে অনলাইনে।

সিদ্ধার্থ ও আলিয়া পরস্পরের প্রতি ভালোই মজে আছেন। কাজের বাইরে বিভিন্ন জায়গায় পাশাপাশি ধরা গেছে তাদেরকে। আলিয়ার নতুন উক্তি স্পষ্ট করে দিয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির এ দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

সম্প্রতি ভারতের একটি শীর্ষ টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার কাছে জানতে চাওয়া হয়- পৃথিবীতে শেষ নারী হিসেবে রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শহিদ কাপুর ও রণবীর কাপুরের মধ্যে সংসার করতে বলা হলে কাকে বেছে নেবেন। উত্তরে সিদ্ধার্থর নাম বলতে এক মুহূর্ত দেরি হয়নি ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর।

এদিকে ‘হাইওয়ে’ তারকা আলিয়া এখন যুক্তরাষ্ট্রে ‘ড্রিম টিম’ ট্যুর কনসার্ট নিয়ে ব্যস্ত। এই দলে ক্যাটরিনা কাইফ, আদিত্য রয় কাপুরের পাশাপাশি সিদ্ধার্থও আছেন। তার হাতে আছে গৌরি শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ (শাহরুখ খান)।

সামনে করণ জোহরের প্রযোজনায় ‘শুদ্ধি’ ছবির কাজ শুরু করবেন আলিয়া। এতে তার বিপরীতে থাকবেন বরুণ ধাওয়ান। এ জুটির হাতে ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটিও আছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।