ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ড্যানিয়েল ক্রেগ ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ড্যানিয়েল ক্রেগ ভক্তদের জন্য সুখবর ড্যানিয়েল ক্রেগ

টেলিভিশন ড্রামা ‘পিউরিটি’তে ড্যানিয়েল ক্রেগ অভিনয় করছেন জেনে বিশ্বব্যাপী তার লাখো ‘বন্ড’ ভক্তরা হতাশ। কারণ এটাই জেমস বন্ড চরিত্রে তার না ফেরার জল্পনা উসকে দিয়েছে।

তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ইউএস নেটওয়ার্ক শোটাইমের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড নেভিন্স। তিনি জানান, ‘পিউরিটি’র কারণে আগামীতে বন্ড সিরিজের ছবিতে ক্রেগের অভিনয়ে নিষেধাজ্ঞা থাকছে না। তিনি বলেন, ‘ক্রেগ থাকবেন কি-না তা নির্ভর করছে নির্মাতারা আবার কবে জেমস বন্ড ছবি বানাবেন তার ওপর। কিন্তু আমার মনে হয় না, সিরিজটির কারণে তিনি না করবেন। ’

নেভিন্স আরও জানান, ‘পিউরিটি’র কাজ শেষ হবে ২০১৭ সালের মধ্যে। ফলে পরবর্তী বন্ড ছবির চিত্রায়নে নির্মাতারা কতোদিন অপেক্ষা করবেন তার ওপর নির্ভর করছে সব। মাঝে হয়তো কিছুদিন বিরতি থাকবে, কিন্তু নিয়মিত চিত্রায়ন চলবে।

বন্ড সিরিজের চারটি ছবিতে অভিনয় করেছেন ক্রেগ। সবশেষ ‘স্পেক্টর’-এ দেখা গেছে তাকে। ৪১ বছর বয়সী এই ইংরেজ অভিনেতার ‘পিউরিটি’ সিরিজটি তৈরি হয়েছে জনাথান ফ্রাঞ্জেনের উপন্যাস অবলম্বনে। নর্থ ক্যারোলিনায় অস্বাভাবিক পরিস্থিতিতে বেড়ে ওঠা এক তরুণীকে ঘিরে এর গল্প।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।