ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডের সেরা নতুন তারকা প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
হলিউডের সেরা নতুন তারকা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকান সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য পিপল’স চয়েস অ্যাওয়ার্ড জেতা থেকে শুরু করে কয়েকটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক সাফল্যের পথে তিনি যেন অপ্রতিরোধ্য! তার ঝুলিতে যোগ হলো আরেকটি অর্জন।

প্রিয়াঙ্কা এবার হলিউডের সেরা নতুন তারকা হিসেবে জিতেছেন ‘ইট গার্ল’ খেতাব। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর আগে একই মুকুট পেয়েছিলেন জেনিফার লরেন্স, হ্যালে বেরি, অ্যান হ্যাথাওয়ে, ক্রিস্টেন স্টুয়ার্টের মতো তারকারা।

খেতাবটি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন হারপার বাজার। প্রতি বছর হলিউডে যাত্রা শুরু করা আলোচিত তারকাদের মধ্য থেকে একজনকে দেওয়া হয় ‘ইট গার্ল’ খেতাব। এ নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত তিনি। ‘মেরি কম’ তারকা টুইটারে লিখেছেন, ‘আমাকে হলিউডের ইট গার্ল নির্বাচিত করায় হারপার বাজারকে ধন্যবাদ। ভালো লাগলো। ’

প্রিয়াঙ্কাকে সামনে দেখা যাবে আমেরিকান অ্যাকশন সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমে। এ ছাড়া তার হাতে আছে হলিউডের ‘বেওয়াচ’ ছবিটি। এতে তার সহশিল্পী ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।