ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘অবুঝ পাখি’র জন্য সুন্দরবনে নওশাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
‘অবুঝ পাখি’র জন্য সুন্দরবনে নওশাবা নওশাবা ও অর্ণব অন্তু

অভিনেত্রী নওশাবা আগেও সুন্দরবন গিয়েছিলেন। ঘুরতে।

এবার গেলেন কাজে। প্রথমবার একটি মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। এর চিত্রায়ন হয়েছে সুন্দরবনে।  

‘অবুঝ পাখি’ শিরোনামের গানটির ভিডিওতে নওশাবাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। ডাকাতের হাতে ধরা পড়েন তিনি। ডাকাতরা তাকে হাতে দড়ি বেঁধে রাখে। ডাকাতের ভূমিকায় আছেন অর্ণব অন্তু।

মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে নওশাবা বাংলানিউজকে বলেন, ‘অনেকদিন ধরে একটা ভালো কাজের অপেক্ষা করছিলাম। এখন মনে হচ্ছে মনের মতো একটা কাজ করতে পেরেছি। গানটির সুর-সংগীতে পাহাড়ি আমেজ আছে। তাই সুন্দরবনের সঙ্গে ব্যাপারটা ভালোভাবে মিলে গেছে। পুরো ভিডিওটর দৃশ্যায়ন হয়েছে সুন্দরবনে। ’ 

সম্প্রতি প্রকাশিত গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান ও পূজা। সংগীতায়োজনে চিরকুটের ইমন। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পুলক। ঈদুল আজহায় প্রকাশ হবে ‘অবুঝ পাখি’র ভিডিও।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।